Premier Pro
Course > Single Post – Premier Pro Course
Share
Special Premier Pro Course
ক্যাটিগরি অফলাইন
ক্লাস সময় ১.৩০ মিনিট
ব্যাচ ১৩৩
ক্লাস সংখ্যা ৩১টি ক্লাস
কোর্স সম্পর্কে
পড়াশোনা কিংবা ক্যারিয়ার – যেকোনো ক্ষেত্রে ঘণ্টার কাজ মিনিটেই শেষ করুন আমাদের এক্সপার্ট ইন্সট্রাক্টরের গাইডলাইনে Adobe Premiere Pro ব্যবহার করে শিখুন প্রফেশনাল Video Editing। সোশ্যাল মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশনের জগতে এই ডিমান্ডিং স্কিলটি প্রাধান্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই আপনিও জব মার্কেট প্লেসে নিজেকে এগিয়ে রাখতে জয়েন করুন আমাদের এই কোর্সে।
কোর্সটি করে যা শিখবেন
- একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট ইন্সট্রাক্টরের নির্দেশনায় Video Editing Software 'Adobe Premiere Pro' -এর খুঁটিনাটি ব্যবহার
- সঠিক ভিডিও এডিটিং সফটওয়্যার আয়ত্ত করে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা এবং নিজের পোর্টফোলিও কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কিংবা মার্কেটিং এজেন্সিতে কাজ পাওয়ার কৌশল
- একাধিক মিনি ও মাইক্রো প্রজেক্টের মাধ্যমে টেক্সট এনিমেশন, স্লো মোশন, ভিডিও রিভার্সিং, অডিও এডিটিং, কালার গ্রেডিং, গ্রিন স্ক্রিন এডিটিং সহ বিভিন্ন প্রফেশনাল ভিডিও এডিটিং টুলস -এর ব্যবহার
- Premiere Pro দিয়ে প্রফেশনাল ভাবে Video Editing শেখার সঠিক গাইডলাইন
কোর্স সম্পর্কে বিস্তারিত
- যারা ভিডিও এডিট করার সফটওয়্যার ‘অ্যাডোবি প্রিমিয়ার প্রো’ ব্যবহার করে প্রফেশনাল ভিডিও এডিটিং স্কিলস আয়ত্ত করতে আগ্রহী
- “হাই-কনফিগারেশন ডিভাইস না কিনেই Video Editing কীভাবে শিখব” -এই বিষয়ে গাইডলাইন প্রয়োজন যাদের
- যারা Video Editing শিখতে আগ্রহী কিন্তু বেশ কঠিন এবং ব্যয়সাপেক্ষ হওয়ার কারণে দ্বিধায় আছেন
ভিডিও এডিটিং কিংবা ভিডিও মেকিং ইন্ডাস্ট্রিতে সফল ক্যারিয়ার গড়ার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো (Adobe Premiere Pro) একটি সময়োপযোগী ভিডিও এডিটিং সফটওয়্যার। মার্কেটিং এজেন্সি থেকে শুরু করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বেশ চাহিদা থাকা সত্ত্বেও একজন প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার জন্য প্রয়োজনীয় স্কিলগুলো আয়ত্ত করা তুলনামূলকভাবে সময়সাপেক্ষ। তাই অন্যান্য পেশার চেয়ে এই পেশায় প্রতিযোগিতা একটু কম। এই কারণে Video Editing সেক্টরে ভালো উপার্জন ও দ্রুত উন্নতির সম্ভাবনাও অনেক বেশি।
কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখা যায় Video Editing নিয়ে আগ্রহ থাকা সত্ত্বেও হাজারো রিসোর্সের ভিড়ে সঠিক গাইডলাইন খুঁজে না পেয়ে পরবর্তীতে হাল ছেড়ে দেন অনেকেই। কেমন কনফিগারেশনের ডিভাইস প্রয়োজন, কোন ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করবেন, কোন কাজের পর কোনটা শিখবেন, কীভাবে কাজ শেখার পাশাপাশি নিজের একটি প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করবেন, এমন বিষয়গুলো অজানা অনেকেরই।
আর তাই, বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে ভিডিও এডিট করার খুঁটিনাটি শেখাতে এবং ভিডিও এডিটর হিসেবে আপনার ক্যারিয়ার গড়ার যাত্রা আরও সহজ করতেই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ‘Video Editing with Premiere Pro’ কোর্স।
এই কোর্সে থাকছে ভিডিও এডিট করার সফটওয়্যার “অ্যাডোবি প্রিমিয়ার প্রো” -এর বেসিক থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভান্সড টুলসের প্রোজেক্টভিত্তিক ব্যবহার ও উদাহরণ। কোর্সটিতে টেক্সট এনিমেশন, স্লো মোশন, ভিডিও রিভার্সিং, অডিও এডিটিং, কালার গ্রেডিং, গ্রিন স্ক্রিন এডিটিং সহ Video Editing এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক শেখানো হয়েছে একজন এক্সপার্ট ইন্সট্রাক্টরের মাধ্যমে। একই সাথে থাকছে টিউটোরিয়ালে দেখানো সবগুলো প্রোজেক্টের সোর্স ফাইল ও স্টক ফুটেজ। ভিডিও এডিটিং -এর বিভিন্ন এক্সক্লুসিভ টিপস, ট্রিক্স এবং এই সেক্টরে ক্যারিয়ার গড়ার বিস্তারিত দিকনির্দেশনা পেতে আজই এনরোল করুন ‘Video Editing with Premiere Pro’ কোর্সটিতে।
Call for more detail : 01905598412
ফ্রি-তে
যে সকল মেটারিয়াল থাকছে
- লেকচার শীট
- ভিডিও টিউটরিয়াল
- ফ্রি অন্যান্য মেটারিয়াল
শিক্ষার্থীদের জন্য
সুবিধাসমূহ
- হাই-কনফিগারেশন এর কম্পিউটার
- হাই-স্পিড ইন্টারনেট ব্যবস্থা
- আলাদা কম্পিউটার এর সু-ব্যবস্থা
- দূর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা
- দক্ষ প্রশিক্ষক
- কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
- কোর্স শেষে ইন্টার্ন এর সুযোগ এবং জব Opportunity